Tuesday, December 29, 2015

অনুভব (৩১)

অনুভব (৩১)
.................. ঋষি
============================================
আমাকে ঘুমোতে দেও যন্ত্রণা
ঘুম ভেঙ্গে আমি পেতে চাই আঁতুরঘরের গন্ধ।
মায়ের গন্ধ ,আমার দেশের গন্ধ
মুঠো ভরা আবিরের রং সারা আকাশ জুড়ে সময়ের সুদিনের।
বন্দুকের থেকে পুতুলের বিয়ে ঢের  ভালো
আমার বেঁচে থাকার প্রতি অনুভবে।

আমাকে একটা ঘুম দেও যন্ত্রণা
কোনো স্লিপিং পিল ছাড়া ,নীলচে কৃত্রিম নাইটল্যাম্প ছাড়া।
সময়ের ঘ্রাণে সময়ের সাথে
সবুজ রঙে আমার মুড়ে দেও পৃথিবীর পথে।
আমি হামাগুড়ি দিয়ে দেখতে চাই একটা স্বপ্নের জগত
যেখানে  জীবনে হাসছে সদ্য ফোঁটা সূর্যমুখী।
সারা শরীরে আমি সূর্যের আলো মেখে
উঠে বসতে চাই ঘুম থেকে
সমস্ত আরোগ্য পৃথিবীর সাথে
পৃথিবীর পথে।

আমাকে ঘুমোতে দেও যন্ত্রণা
ঘুম ভেঙ্গে আমি পেতে চাই নিজেকে নগ্ন করে।
আমার কোনো লজ্জা নেই আমার দেশের মতন
ছেঁড়া কাঁথায় শুয়ে স্বপ্ন দেখতে সবুজের।
বারুদের গন্ধ থেকে ভিজে মাটির গন্ধ ঢের ভালো
আমি সেই কাদা মাখতে চাই।
  

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...