Friday, December 25, 2015

অনুভব (৬)

অনুভব (৬)
................. ঋষি
=============================================
বুকের ছোঁয়াতে ডিনামাইটের স্পর্শ
পাথর ভাঙছে হৃদয় ,হৃদয় ভাঙছে পাথর।
যন্ত্রণা ক্রমাগত কোনো নারী রূপে একলা দাঁড়িয়ে জীবনে
এই ভাবে সাথে হাত যায়।
তুই আমার প্রেমিকা না ,না বান্ধবী
তবে ক্রমশ দিকচক্রাবলে মিলিত সীমানার মতন।

সমস্ত বুকফাটা অভিশাপ
ক্রমশ পথ বদল পথের দরগায় কোনো ঈশ্বরের ফুল।
চোখের জলে কথা না রাখা কথাদের
আকাশবাণী নিউস ,ভেস বদল ,ফেস বদল।
নেগেটিভ আর পসিটিভ জুড়ে একসাথে
মারাত্নক বিস্ফোরণ।
টুকরো টুকরো শরীর সতীর বাহান্ন তীর্থে
মহাকালের নৃত্য।
ক্রমশ দূরবীনে এগিয়ে আসা মুখটা ভীষণ পরিচিত
কোনো পরিচয়ের মতন
বেজন্মা ক্রমানয়ে।

জন্মানো বুকের বিস্ফোরণে স্বপ্নের ভিতর দ্রোহ
দ্রোহের  ভিতর হামাগুড়ি দিয়ে বাড়তে থাকা ভ্রুণ।
হয়তো আশা
পাশবালিসের মতন শান্তির ঘুমে।
কোনো অধিকারে এগিয়ে রাখা যন্ত্রণা
কোনো একলা শবের মতন। 

No comments:

Post a Comment

এলিয়েনেশন

বোধহয় এক তরফা এলিয়েনেশন চোখের বিষন্নতায় ডিমলাইটের নিস্তব্ধ আস্তানা নেমে আসছে দ্রুত এই কবিতা কৃত্রিম আলোর নিচে হলুদ ট্যাক্সি ফেরা আর না ফেরা...