Saturday, December 26, 2015

অনুভব (১৩)

অনুভব (১৩)
......................... ঋষি
=============================================
যন্ত্রণা বেশ তো  ছিল রেস্টুরেন্ট ,রেস্টুরেন্ট খেলা
আড়ালে লুকিয়ে থাকা চায়ের কাপে শীতের উষ্ণতার ওম।
হৃদয়ে চলতে থাকা ক্ষুন্নিবৃত্তিতে
কবিতার খাতে আরো গভীর ক্ষত।
বেশ ছিল সময় আর সময়ের ভাঁড়ে চুমু
যন্ত্রণা আমি ,তুমি আর সময় কবিতার মতন।

যন্ত্রণা তোমার ছিন্নভিন্ন রূপ
কখনো ভালোবাসায় ,কখনো কামনায়।
কখনো ঝলসে ওঠা নখ আমার শরীরে শিরদাঁড়ায়
প্রবল আতঙ্ক।
কোঁকড়ানো বিছানার চাদরে কাঁকড়ার জন্ম
আর রেস্টুরেন্টের সাথে মুহুর্তের।
মুহুর্তের সাথে জ্বলতে থাকে তোর শাড়ির আঁচল
ক্রমশ আগুন লাগে বুকে।
প্লাটফর্ম ছেড়ে  ছুটতে  পথ হারানো ট্রেন
কবিতার মতন আমার সাথে।

যন্ত্রণা বেশ তো  ছিল রেস্টুরেন্ট ,রেস্টুরেন্ট খেলা
চায়ের ভাঁড়ে চিনি নাড়া এক স্যাকারিন রহর্ষ্য।
হৃদয়ে বাড়তে থাকা মিষ্টি প্রাবল্য
আমার কবিতায় এক মহাশূন্য ধরা আছে।
ঝরতে থাকা তারাদের ভিঁড়ে
আজও ফুটপাথে দাঁড়িয়ে চায়ের ভাঁড়ে চুমু। 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...