Wednesday, December 16, 2015

চুম্বন

চুম্বন
............ ঋষি
=================================================
চুম্বন জেগে উঠেছে
চুম্বন ঘুমিয়ে ছিল অনেক দিন আদরের বুকে।
চুম্বন ঠোঁট হয়ে গেছে চলন্তিকা
নেমে এসেছে পাঁজরে পাঁজরে যন্ত্রণার শোকে।
মানুষে দুঃখে
চুম্বন এক বুক আসার মতন জেগে উঠেছে।

চুম্বক থেকে মানুষের উত্তর আর দখিন মেরুতে বাস করা ইচ্ছাগুলো
জড়ো করে চুম্বন ক্রমশ প্রকট।
শহরের বুকে দাঁড়িয়ে জীবিত কপোতকপোতি চুম্বন রত
সময়ের বুকে পা।
প্রেম গভীরে যা
প্রেমের ঘরে বাস,
বসন্ত সর্বনাস।
চুম্বন আজকাল কবিতার মতন চলন্তিকা।
সাদা পাতায় তোর লিপস্টিকের দাগ
চেনা ইতিহাস
আর চেনা চুম্বন চলন্তিকা ঠোঁট।

চুম্বন জেগে  উঠেছে শহর ছেড়ে গ্রাম তারপর দেশ ,বিশ্ব
নীরবতায় মুখ নিচু করে দাঁড়িয়ে মানুষের মনে।
কেউ খুঁজছে বুক
কেউ খুঁজছে সময় কৃপণতায়।
আর আমি খুঁজছি ঠোঁট
চুম্বন  ,,মানুষের প্রেমে ,,শান্তিতে। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...