Sunday, December 13, 2015

স্বাগত জীবন

স্বাগত জীবন
................ ঋষি
===============================================
আকন্ঠ নেশা করে  তাকিয়ে আছি
জীবিত হে সময়।
লুকোনো লজ্জাদের নিমগ্নতাকে সঞ্চিত হৃদয়ের ভাবাবেগ
স্বাগত জীবন।
আলোড়িত হোক অনুরণন হৃদয়ের ক্লান্তিকে
ফুটে উঠুক স্বপ্নিল অবয়ব হৃদ্দিক ক্যানভাসে।

এক্কা ,দোক্কা পুরনো তাসের ঘরে
সাজানো সময়ের অবিকল চাহুনি প্রেম আমার চোখে।
ঘরের ভিতর ঘর মানুষের অভ্যেস
সময়ের ভিতর ,সময় রাখা মানুষের ইচ্ছা।
আর ইচ্ছা ঠাকুমার ঝুলির  রূপকথা চরিত্রদের আত্মার শব্দে
বেঙ্গমা ,বেঙ্গমী ,অমুক কুমার ,তমুক কুমার ,রাজকন্যে ,ধরনধারণ।
ভ্রম ,ভ্রুণ ,ভবিষ্যত সঙ্গত বাঁচতে চাওয়া
সবকিছু অলিখিত ,অনির্দিষ্ট কিছুটা ,দূরবীনে দেখা আকাশের গ্রহ।
হয়তো বা ভিন গ্রহের কোনো অনুভব
একটু নিজের সাথে নিজের বাঁচা।

আকন্ঠ নেশা করে তাকিয়ে আছি
জীবিত হে সময়।
লুকোনো ইচ্ছাদের সদ্য প্রাপ্ত বয়স্ক উদ্বেগ
স্বাগত জীবন।
অনন্তের ইশারায় ঝুলতে থাকা প্রশ্নের সাময়িক উত্তর
ভালো আছি জীবন। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...