Tuesday, December 29, 2015

অনুভব (৩৩)

অনুভব (৩৩)
..................... ঋষি
==============================================
যন্ত্রণা একটা আছে বুকে বিঁধে
আছি তো আমরা সবাই ,যেমন সবাই থাকে।
ভালোবেসে কজন আছি
রাগ হলে চিত্কার করি পাগলা কুকুরের মতন।
এমন কি খুন করতে ছাড়ি না
একটা জান্তব রাজত্ব প্রতিটা মাথায়।

কিন্তু সবটাই স্বার্থ নির্ভর
সার্বিক প্রতিবাদ করি আমরা জুবুথুবু শামুকের মতন।
ধোঁয়াসায় সব হারিয়ে ফেলেছি
নিজেদের মেরুদন্ড ভেঙ্গে ফেলে তলোয়ার ধরতে ভুলে গেছি।
অস্তিত্ব সংকট বেড়ে যাচ্ছে  জীবনের ছায়াপথে
আর সবটাই একটা যন্ত্রণা।
মশারির ভিতর আর পি পু ফি সু সাজে না
প্রতিবাদ অন্যের জন্য নয় , নিজের জন্য করো।

যন্ত্রণা একটা আছে বুকে বিঁধে
আছি তো আমরা সবাই ,যেমন সবাই থাকে।
অস্তিত্বের প্রতি প্রেম মেশাও অনুতে পরমানুতে,
ওখানেই আমাদের শিকড়।
আমাদের বাঁচা ,আমাদের পৃথিবী ,এক মুঠো আলো
না হে যন্ত্রণা সেখানে শিশু পাঠ্য ইতিহাস।

No comments:

Post a Comment

সময়ের বুক

নিঃসঙ্গতার কাছে আছে প্রত্যুত্তর  সত্যি তো ফিরে আসা যায় না  প্রেমিকা লিখলেই আমি নদীর কাছে দাঁড়াই , কাল্পনিক সংলাপে নদীর জল কখন যেন হৃদয় ভাষায়...