Wednesday, December 16, 2015

পথিক ও প্রেমিক

পথিক ও প্রেমিক
................... ঋষি
========================================

হঠাৎ করে প্রেমিক হওয়া যায়
কিন্তু হঠাৎ করে পথিক হওয়া যায় না চলন্তিকা।
পথের মাঝেই পথ হারিয়ে
নিজেকে হারিয়ে ফেলা যায়।
অথচ  পথ সে যে ক্লান্ত  হয় না
কোনো প্রেমিকার ভাবনায় জীবিত হয়ে যায়।


যখন দহন খেলে বুকে
তখন পতঙ্গরা  কিলবিল করে সারা অস্তিত্ব জুড়ে।
আয়নায় দেখি চোখের তলায় জমা হয়েছে আজীবনের অন্ধকার
আর তখন মনে হয় কি তফাৎ তোমার আমার চলন্তিকা।
পথের সাথে পথ মিশে গিয়ে
পথের ওপর পথ ,হাজারো জনমত ,হাজার সংকল্প ,হিসেবী আশ্রয়।
সব কেঁচো খুঁড়তে কেউটে বেড়িয়ে পরে
ফোস ফোস তারপর ফস করে জ্বলে ওঠে দেশলাই বারুদ।
আগুন ,আগুন ,আগুন ,,,,,,পালাও
পথ হারিয়ে পথের সাথী হারিয়ে যায় চলন্তিকা।
পথ তখন ধর্মের মতন পবিত্র
আর পবিত্রতা সে তো তোমার কপালে চুমু।


হঠাৎ করে প্রেমিক হওয়া যায়.
কিন্তু হঠাৎ করে পথ হারিয়ে অন্য পথে যাওয়া যায় না।
পথের সাথে পথের বড় তফাৎ
যেমন হৃদয়ের সাথে সময়ের।
তাইতো পথ সে তো ক্লান্ত হয় না
শুধু চলন্তিকা প্রেমের পথ হয়ে ওঠে।

No comments:

Post a Comment

সময়ের বুক

নিঃসঙ্গতার কাছে আছে প্রত্যুত্তর  সত্যি তো ফিরে আসা যায় না  প্রেমিকা লিখলেই আমি নদীর কাছে দাঁড়াই , কাল্পনিক সংলাপে নদীর জল কখন যেন হৃদয় ভাষায়...