Saturday, December 26, 2015

অনুভব (১১)

অনুভব (১১)
................ ঋষি
==============================================
বৃষ্টির কাঁচ ভাঙ্গা বিষন্নতা
উত্সবের মেজাজে হারিয়ে ফেলা মায়ের মুখ।
দশমী ছিল ,আছে আর থাকবে
আর সময়ের গায়ে যন্ত্রণা তুই আমার মায়ের মতন।
পরম আশ্রয়ে আকাশবাণী সকাল
বাজলো তোমার আলোর বেণু।

বৃষ্টির কাঁচ ভাঙ্গা অহংকারের সাথে
একটা চিত্কার বুকের দরবারে বাড়তে থাকা অনিদ্রার মতন।
বেজন্মা সড়কের একপাশে দাঁড়িয়ে লাইট পোস্ট
আর স্মৃতি থেকে উঠে আসা মুহূর্ত।
হাট্টিমা টিম টিম ,হাসছি আমি ঘোড়ার ডিম
শৈশবের হাসি।
যৌবনের হাসি
বার্ধ্যক্যের হাসি।
মৃত্যুর হাসি ,শব্দ শুনেছে কেউ
লজ্জাহীন ,অনিয়মিত সঙ্গমের নগ্ন শীত্কার।

বৃষ্টি কখন যে আসবে
উত্সবের জলে ডুবে যেতে থাকে মায়ের মুখ।
শহর জুড়ে সমস্ত প্যান্ডেলের শূন্যস্থানে সভ্যতা খেলছে
আর উড়ছে আমার  মাথার ভিতর।
মৃত শৈশবের ঠিকানাহীন ঘুড়ি হারিয়ে গেছি
 শৈশবের পর যন্ত্রণা  যন্ত্রণা মায়ের মতন অত্যন্ত আপন। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...