Wednesday, December 23, 2015

সময়ের শরীর

সময়ের  শরীর
………….. ঋষি
======================================================

আমাকে  শতছিন্ন  করে
কুঁড়েকুঁড়ে  খাওয়ার  পর  বাকিটুকু  ফেলে  দিও  পথের ধারে।
জানি  কেউ  খোঁজ  নেবে  না
জানি  জীবন  থেকে  শুধু  মুহূর্ত চলে  যাবে।
কার  এত  সময়
যে  একপলক  দাঁড়িয়ে  দেখে  যাবে  আমাকে।

দেখবে  কিছু  আহত  যন্ত্রণা
কুকুরের  খিদে  আমার  উরুর  নরম  মাংসে  দাঁত বসাবে।
কোনো  মধ্যবিত্ত  চোখ  লাল   করে
অবাক  হয়ে  দেখবে।
ধনীর  রাজকীয়  গতি  ফিরেও  তাকাবে না  জানো
কোনো  সুন্দরী  নাক  সিঁটকে  পাশ  দিয়ে  চলে  যাবে।
সবাই  যাবে  চলে
নাকে  রুমাল  ,পারফিউম  দেওযা ক্ষুন্নতা।
পালাবে  সবাই  যেমন  পালিয়ে  যায়  অবিরাম
সময়ের  ঘড়িতে  তখন  পূর্নিমা  ফেলে  অমাবস্যা  হবে।  

আমার   শত  ছিন্ন  শরীরের  
খোঁজ  নেবে  না  কোনো  মিউনিসিপালটি  ভ্যান।
একসময়  অনিয়মের পুলিশ  আমার  খবর  নিতে   আসবে
 আমার বাসি পচা লাশের হৃতপিন্ডে গোলাপের  লালরং।
সবুজ  পাঁপড়িগুলোতে   অসময় সময়  লেখা
শুধু  কাঁটাগুলো  সময়ের হাতে  বিঁধে  যাবে।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...