Tuesday, December 29, 2015

অনুভব (৩৪)

অনুভব (৩৪)
................. ঋষি
==============================================
প্রশ্ন একটা ছিল যন্ত্রণা
শরীর বৃত্তীয় সামাজিক বন্ধনের ওপাড়ে।
যেখানে বুকের শব্দটা প্রতিধ্বনিত হয় দেওয়ালের প্রতি আঁচড়ে
যেখানে ধর্ম শব্দটা একটা প্রতিবার।
যেখানে বিচ্ছিনতা মানে হলে একটা তুমি
এক আকাশ শোক।

আচ্ছা শরীরে কি শোক আছে ?
আচ্ছা শরীর কি হৃদয়ের ধারক নাকি কমপ্লিট হৃদয় ?
কিংবা ধুঁকতে ধুঁকতে হয়  একটা পরকীয়া?
কেমন হবে আমার পরকীয়ার চেহারা ?
ভালোবাসার কি সত্যিই বৈধতা অবৈধতা হয়?
বিশ্বাসের  ভিতর বিশ্বাস
রক্তের ভিতর রক্ত।
ভিন্ন্য ধর্মী ,এই ধর্ম ঈশ্বরের
বারে বারে আসে ,ঘুরে ফিরে আসে।
মিথ্যা কি বলা যায় যন্রনা এই সময় ,অসময়
উপস্থিত প্রেম কোনো অপ্রেমিক কবিতায়।

প্রশ্ন একটা ছিল যন্ত্রণা
শরীর বৃত্তীয় সামাজিক বন্ধনের ওপাড়ে।
সমস্ত দেওয়া নেওয়া ,চাওয়া পাওয়ার অধিকার বাইরে
ঐশ্বরিক স্পর্শ।
সব প্রশ্ন কি বিদ্যুৎ হবে?
আর সব উত্তর বৃষ্টি ?

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...