Friday, December 25, 2015

অনুভব (২)

অনুভব (২)
.............. ঋষি
================================================
এমন করে একদিন যন্ত্রণা
খোলা আকাশের নীলে হাত চুবিয়ে নিয়ে আসবো মুক্তি।
তোকে খুঁড়ে দেখেছি
বিছানার চাদরে চান করা আবেশি মুহুর্তে।
ছদ্মবেশী  প্রেম যন্ত্রণা
অনেকটা মুক পশুর চোখে একটা আদ্রতা।

আঙ্গুলের সাথে আঙ্গুল ছুঁয়ে মৃত প্রায় হৃদয়
কোনো শিল্পীর হাতে ছোঁয়ানো ক্যানভাসে হাসতে থাকা মুখ।
নিজের অন্তর্বাসে খুঁজে পাওয়া
বাসি মন্ত্রের ছাই।
প্রতারণা কোনো ভাঙ্গা কলসি গলায়
এক হাঁটু জল,
যন্ত্রণা।
না না না কোনো শব্দ নয়
শব্দবহুল প্রিন্টারের  দিলদিওয়ানা নকল।
শরীর দিয়ে শরীর লুকোতে চাই
সদ্য হাতে পাওয়া নিজের কবিতার বইয়ের মতন
যন্ত্রণা।

এমন করে একদিন সমস্ত সংযমের মুখে পোড়া চাই
ঠোঁটের সাথে ঠোঁট পোড়া দূরত্বে।
আকাশের চাঁদ আর ভিজে জ্যোত্স্নার মতন আদরনীয়
ভিজে লেপ্টে থাকা চোখের পাতায়।
আরো উন্নত আশা যন্ত্রণা
বেঁচে থাকা। 

No comments:

Post a Comment

সময়ের বুক

নিঃসঙ্গতার কাছে আছে প্রত্যুত্তর  সত্যি তো ফিরে আসা যায় না  প্রেমিকা লিখলেই আমি নদীর কাছে দাঁড়াই , কাল্পনিক সংলাপে নদীর জল কখন যেন হৃদয় ভাষায়...