Thursday, December 24, 2015

অনুভব (১)

অনুভব (১)
.............. ঋষি
========================================
আজ প্রথম যন্ত্রণা লিখবো  আমি
ভেবে দেখেছি যন্ত্রণা  লেখা যায় না।
একটা অনুভব
শব্দের মায়াতে জুড়ে থাকা প্রলোভনের অরণ্যের স্পর্শ।
এক চিলতে মেঘ
আর কেমন একটা তোর ঘামের গন্ধ সময়ের।

শব্দদের সাথে নিয়ে
তোকে খুঁড়ে দেখলাম যন্ত্রণা।
তোর গোলাপী বুক ,তার ভিতর মাংস ,আরো গভীরে একটা শিরদাঁড়া
মন বললো ওরে ওটা যন্ত্রণা।
ভাবনা মিলিয়ে ভাবনার সুরে কেমন একটা আঁশটে গন্ধ
সময়ের পান্ডুলিপিতে পরে থাকা টুকরো টাকরা স্মৃতি।
অনেকগুলো কোলাজ জন্ম দেবে
জন্ম দেবে সময়ের প্রতিবাদ দাঁড়ানো এক আলো।
অজস্র ঝলমলে আলো
প্রেম ভূমিকায় পঙ্কিলতা তোর নাভির গন্ধে।

যন্ত্রণা লিখলাম কিনা জানি না
তোকে একটা নাম দেব বলেছিলাম হয়ে গেল তোর অন্নপ্রাশন।
নামকরণে ঠিকুজিতে লিখলাম যন্ত্রণা
শুনতে পাচ্ছিলাম কেমন একটা ঘষার শব্দ।
সময় চলছে কলমের নিবে
লিখে রাখলাম আজ শুরু একটা উপন্যাস অনুভবে ।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...