Tuesday, December 29, 2015

অনুভব (৩০)

অনুভব  (৩০)
................... ঋষি
============================================
ইতিহাস মোছা কোনো একদিনে মনুষত্ব দাঁড়িয়ে
শরীরে ফ্রিজিং পয়েন্ট আজ ০ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে।
সেখানে যন্ত্রণা একটা অনুভব সময়ের দায়ে
হৃদয়ের কালভাট ডুবে গেছে বন্যায়।
আমার বুকে ইতিহাস মুছে গেছে
নক্ষত্রেরা বলে ভগ্ন স্মৃতির কল্পক কোনো আজব সৃষ্টি।

যদি ক্যানভাসের আগুনরঙে ফোটে লাল শাপলা
সবুজ সেই দিঘির সিঁড়িতে আমি বসে।
মনুষত্বের ক্রমশ বাড়তে থাকা পচা গন্ধ ,প্রচুর পাঁক জমে আছে
সেখানে সময়ের সাথে আমি দ্রষ্টা কোনো এক কাল।
একটা আকাল আমার পৃথিবী জুড়ে
খিদের পৃথিবী ,লোভের পৃথিবী ,ধ্বংশের পৃথিবী।
পুনারাবৃত সৃষ্টি চাইছে আবর্তন
একটু বাঁচা।
অক্সিজেন নিদিষ্ট স্কোয়ারফিট ছেড়ে
আরেকটু এগিয়ে যন্ত্রণা তোর গভীরে চিত্কার শান্তি।

ইতিহাস মোছা কোনো একদিনে মনুষত্ব দাঁড়িয়ে
কোনো এক নতুন জন্ম খুঁজতে থাকে মাতৃক্রোর।
অধিকার মানুষের
বুক হারানো ন্যান আর আমূল ছেড়ে  মাতৃ স্তন।
এই মাত্র একটা মেইল এলো ঈশ্বরের
আগামী জন্মের সকল সদস্যকে মা ছাড়া বাঁচতে হবে। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...