Thursday, December 10, 2015

সাজানো গোলাপ

সাজানো গোলাপ
................ ঋষি
========================================
অনেকটা অনভ্যাস পেরিয়ে
তোর টেবিলে সাজানো অনেকগুলো গোলাপ।
ইচ্ছেদের সুন্দর টেম্পটেশন জুড়ে বসে
একঝাঁক প্রজাপতি আকাশ জোড়া গভীর চোখ।
মিষ্টি হাসি
হারিয়ে যাওয়া ইচ্ছাদের চোখে শুকনো গোলাপ।

সময়ের মতন অপ্রিয় কিছু
গোলাপের কাঁটার মতন অসংখ্য ইমোশান।
ডালপালা ছেঁটে অল্প বিস্তর তৃষ্ণায় সাজানোর ইচ্ছা জীবন
এমনি কেটে যায়।
গোলাপের মতন তোর টেবিলে
আমিও মুখ চেপে থাকি টেবিলের উপরে সাদা পাতায়।
অজস্র আঁচড়
হৃদয়ের দাগ ,ছোপ ছোপ ,যন্ত্রণা গোলাপ রঙের।
এই সুবাস পেয়ে গেছি আমি
তোকে খুলে ফেলবো কোনদিন ,কখনো ,কোথাও।
গোলাপের পাঁপড়ি ছড়ানো ইচ্ছাগুলো
সকলে গোলাপ হতে চাই ,সুগন্ধময়।
অথচ শুকনো গোলাপ সময়ের ফলাফলে
ডাস্টবিনে একটু জায়গা পেয়েই যায়।

অনেকটা অনভ্যাস পেরিয়ে
তোর পাঠানো সেল্ফিতে গোলাপ হাসছে।
হাসছে গোলাপ ইচ্ছেদের মতন তোর ঠোঁটের লিপস্টিকে
সময় এমনি হয়।
লাল ইচ্ছেদের মতন নরম তুলতুলে আদর
অথচ কেন যে ইচ্ছেরা শুকোতে থাকে।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...