রুপকথার শহর
... ঋষি
.
আমরা যারা মরতে মরতে রোজ মরছি নিজের সাথে
আমরা যারা রোজ হাঁটছি একি শহরে মুখোসের সাথে,
আমরা যারা রোজ রাত জাগছি
রোজ কাঁদছি
নিজের সাথে,
তাদের জন্য শুধু একলা থাকে বাথরুমের শাওয়ারের জল
তাদের জন্য শুধু একলা চাওয়া একটু বেঁচে থাকা।
.
ফিরতে চাওয়া কবিতারা যদি সময়ের বুক হয়ে যায়
হঠাৎ বৃষ্টিতে ভেজা শহর
সেই বাসস্ট্যান্ড
কলেজের ক্যান্টিন
চিনে বাদাম, আলু কাবলি, চেনা হাসি, উষ্ণ ঠোঁট
রুপকথা
রাংতা মাখা এই শহরে স্মৃতিদের ভীড়।
.
আমরা যারা নকল হাসিতে রোজ বাঁচছি
একলা রেসকোর্স, ভিক্টোরিয়া,শ্যামবাজার, কলেজস্ট্রীট,
মিমিক্রি করা আমরা
আওয়াজে চেনা শহর অচেনা লাগে,
অচেনা লাগে আয়নায় দেখা মুখ হঠাৎ এখন নিজের কাছে।
সব বদলায়
বদলায় শহর রোজ
বদলায় সময়ের জনসংযোগ।
তবু কিছু থাকে
মনের ঘরে,ঘরের মনে, ইচ্ছে ডানায়
একটা মেইল করবি প্লিস
একটা ছবি।
জানি ছোঁয়া যাবে না পুরনো সেই হাসি
তবু হয়তো রোমন্থনে উঠে আসবে চেনা মুখ
চেনা সময় ।
No comments:
Post a Comment