সুকৌশল
.... ঋষি
.
দূর থেকে চুমু ছুঁড়ে মারলে
আমার পায়ের ফাঁকে ওরাংওটাং বলে
আকাশ ভরা বৃষ্টি।
শব্দ স্রোত বেশ কমিউনিকেশনে লেখা ছিল
গুলাবী আঁখে মে তেরি দেখু ,
তারপর ক্রমশ রক্তে মিষ্টির মাত্রা দৈর্ঘ্য প্রস্থ তোর মতে দেখতে
কথা দিচ্ছি দেখা হলে এক নিঃশ্বাসে চুমু খাবো তোকে।
.
ভাবনারা বদলায় না সত্যি
আমার বুকের দেরাজে খামে ভরা চিঠি মনখারাপের ঠিকানায় ,
আজকাল যখন তখন বৃষ্টি নামে শহরে
শহরের জলের পরিমানের ছোঁয়া লাগে মানুষের চোখে
টুপ্ করে এক বিন্দু জল
ঝরে পরে
তোকে বলা হয় নি তোর চোখটা বড়ো মিস করি আজও।
.
পাহাড়ি ট্রেনে ঘুরে ঘুরে ,হাজারো বছর পর
এমনি বাজে টেলিফোন ,
কিছু কথা পরে থাকে রাস্তার পাশে খুব সস্তা মানুষের মতো
আর কিছু কথা গোপনে তোর কফি কাপে পাহাড় ছুঁয়ে যায়।
তোকে বলা হয় নি
তোর কোমরের মাপের একটা শব্দ আমার খুব প্রিয়
যার প্রতিশব্দ তুই নিজে।
তারপর আসছি আমি আপনাদের কথায়
ভদ্র মহোদয় ,মহাশয়া গণ
ভদ্রলোকের ভাষা মতো স্ত্রী হলো দেশ আর স্বামী স্বদেশ
অতঃপর মাঝরাতে ঘুম ভেঙে যায়
যে শিশু শুয়ে থাকে দুজনের মাঝে
তার নাম সকলের চেনা
সুকৌশল,
আর বাকিটুকু তুই জানিস
যেটা যন্ত্রনা।
No comments:
Post a Comment