মৃত সন্তান
... ঋষি
প্রতিটা বিপ্লবের পিছনে একটা কুঁড়েঘর থাকে
প্রতিটা সন্তানের অভিভাবক ভাবে
আগামীতে হয়তো তাদের জন্মটা অনেক ইচ্ছার সুবাদে হবে ,
সময় বদলায়
মানুষের স্বপ্নের কুঁড়েঘরে স্বপ্ন বোনে ইচ্ছা
আর জানোতো ইচ্ছেরা কখনো সতন্ত্র হতে পারে না।
.
আবছা চোখে হাজারো ভিড়েতে হারানো শৈশব সকলে সন্তানের গভীরে খোঁজে ,
খোঁজে মিথ্যে হলেও একটা দিন বদল সন্তানের বুকে ,
অদ্ভুত গন্ধ না
অদ্ভুত ওম না
অথচ আজ আমার পাড়ার ভিখিরিনী মা ভীষণ কাঁদছে
কারণ তার বুকে স্থির ,পাথর হয়ে গেছে তার সন্তান।
.
আমি সময় খুঁজছি না
শুধু ভিখিরিনীর খোলা শাড়ি সরে যাওয়া বুকে দেখতে পাচ্ছি নিজেকে
আর ভিখিরিনীর চোখে দেখছি মৃত ভারতবর্ষ ,
তিলতিল গড়ে ওঠা স্বপ্নগুলো যদি হঠাৎ ভেঙে যায়
নিজের বুকের মাটির সন্তান যদি হঠাৎ হারায়
কি ভাবছেন ?
বিপ্লবের মৃত্যু হয় প্রতিবার মানুষের ভাবনায়
.
ভিখিরিনীর আবার সন্তান !
বিপ্লব যখন স্পর্ধা নিয়ে আকাশে কাগজের এরোপ্লেন ওড়ায়
তখন আমরা বড়রা বলি খাতার পাতার ছিঁড়িস না এমন করে
অথচ বিপ্লব ভাসতে থাকে আকাশে
সন্তান বাঁচতে থাকে
অথচ আমরা সময়ের মা বাবা কুঁড়ে ঘরে ফেনা ভাতে
দুঃখ খুঁজি
খুঁজি হিসাব
আমরা কি আদৌ জানি মৃত সন্তান কখনো ফিরে আসে না।
.
No comments:
Post a Comment