কার বাপের কি
... ঋষি
সারাদিন মেধার আশ্রয়ে একলা বেড়েছে লালন
চেনেন আপনারা মেধা পাটেকরকে ?
আরে রে কি হবে চিনে তাই তো
" নর্মদা বাঁচাও আন্দোলন ", কার বাপের কি ?
আমরা খালি পেটে আছি
তাতেই খুশি।
.
এলাচ দর্পে যখন কোনো প্রতিবেশী বাড়িতে সানাই বাজে
পাড়ার সকলে নোলা ঝরে ,
আরে পাত্র আসলে পাক্কা জুয়াড়ি ,বিশ্ব মাগিবাজ
পাত্রী এখনো আঠারো পেরোয় নি ,
তাতে আপনার আমার কি
আমাদের খালি পেটে খাওয়া ,মোগলাই বিরিয়ানি
জানি মশাই মশাই জানি আমি সাধারণ।
.
কত ধানে কত চাল
বাপ্ ,মা মরা মেয়েটা রোজ নিয়ম করে বিছানা সাজায় ,
বিছানা তোলে কাকুর ঘরে।
না না বৌদি আপনাকে কেউ বলে নি তার দুঃচরিত্র কাকুর কথা
কিংবা আপনার ঘরে যে লোকটা সেও যে কতটা দুঃচরিত্র।
অরে কার বাপের কি
যতক্ষন মিথ্যা অন্ধকারে ধামা চাপা
ততক্ষন তাই সত্যি।
দেখুন না অগণন ফেনা শ্যাম্পু সেরে উঠে আসা দুপুরের নিসর্গ রোদ্দুরে
পাশের বাড়ির সদ্য পাশ করা যুবকের চোখে দূরবীন
হাতে পুরুষাঙ্গ
তাতে কি রাস্তার ওপারের মহিলা মায়ের বয়সী।
বীজগাণিতিক ধারাপাত
যতক্ষণ নামছে চোখের আড়ালে নামতে দিন
কিন্তু সত্যিকে বাড়তে দেওয়া যাবে না।
.
সন্ধেবেলা আলাপচারিতা
ভবিষ্যৎ রোমান ঘড়ির সংখ্যায় বিকোনো মাতৃভাষায় আমরা সভ্য
প্লিজ ফাক করবেন না
বরং কথায় কথায় সময়কে বলুন ফাক ইউ ।
ভবিষ্যৎ প্রাদেশিকতার ভিন্ন মতবাদে সভ্যতার গলি ,মোহল্লা ,পাড়াতে
আমরা বীজ বুনছি মিথ্যের ভালো থাকায়
প্লিজ ভালো থাকুন
আপনার বাপের কি।
No comments:
Post a Comment