এক থালা ভাত
... ঋষি
নিরুপায় না চাইতে আপলোড হয়ে চলেছে সম্পর্ক
ডাউনলোড হচ্ছে অসংখ্য ছায়া, আবেগ, আর মুহুর্ত,
এর মাঝে বিষাদের রিংটোন
শব্দরা ঝনঝনিয়ে ওঠে দাঁতে ব্যাথার মত কোন প্রিয় কবিতায়,
বেঁচে আছি
খোলা জানলার শেষে, শেষ দরজায়।
.
অনুভুতিরা ভেসে আসে
পাহাড়ের সেই একলা কোলে আজকাল শীতলতার ঘর বাড়ি,
শুন্যে একা মেঘ
একলা অভ্যেস।
কুয়াশায় ঢাকা সেই পাহাড় সরিয়ে সময়ের কোলাহল
আমার ডেস্কটপে শরতের ভীড় তবু একলা শহর ।
.
কি বোর্ডের বেয়ে চলা আঙুল গুটি গুটি স্মৃতিদের স্পেস
শুন্য পৃথিবীতে ভীড়, তবু একলা অবশেষ।
তারপর সেই কাব্য
স্তব্ধ পৃথিবীতে কবিতা বারোমাস,
নদী আর ভাটিয়ালি গান
সময়ের অবকাশ।
.
তবু না চাইতে ডাউনলোড হচ্ছে সন্ধ্যে
আপলোড হচ্ছে অন্য একটা নতুন দিন,
রিমেকি গান
স্তব্ধ শহর
শহরের গলি, মোহল্লায় আজ একলা খিদের গন্ধ,
এরপর যদি মনে পড়ে তোকে
খিদে পেটে থাকবো
মনিটরে শরত বদলে লাগাবো গরম এক থালা ভাত।
No comments:
Post a Comment