ডিস্কো ড্যান্সার
... ঋষি
হিসেবের বাজারে ঢুকে নিজের গায়ে চিমটি কেটে দেখি
ভুল নয়
টিকে থাকতে তোমার মতো আমারও ভালো লাগে।
চলন্তিকাকে বলা হয় নি
বেইজ্জত খবর পাতার শেষ অংশে লেখা ছিল দু এক লাইন
খিদের জ্বালায় স্বামী ,স্ত্রী
হিসেবের ই এম আর জ্বালায় স্বামী স্ত্রী আত্মহত্যা করেছে এই শহরে
পাশাপাশি ঝুলছিল দুটো শরীর।
সেদিন সময়ের বেগুনওয়ালার কাছে জানতে পারলাম
সুদিন আসছে
বিদেশ থেকে ফ্লাইটে চেপে আসছে ও দেশের সস্তা এবং স্বাস্থ্যকর খাবার
সুদিন আসছে
রেড কার্পেটের পাশে ফুল হাতে ঢুকে পড়ছে বলিউডের হাজারো সিতারও
কে কাকে বেগুন গুজলো সে খবর বেগুন ওয়ালার কাছে ছিল না।
.
দাঁড়িয়ে ভাবছি হিসেবের বাজারে
আমার পাশে লবন যুগ দাঁড়িয়ে পাশাপাশি জটলা করছে অমিতের মুদিখানায় মানুষগুলো মুখ খুলছে
চোখ দিয়ে নুন ঝরলো।
অথচ পাশের বন্ধ কারখানায় গত রাতে বিশ্বকর্মা পুজোর ফ্যাংশানে শুনতে পেয়েছি
বাপ্পি দা গাইছে আই এম এ ডিস্কো ড্যান্সার
আর তার সাথে শুনতে পারছিলাম অবিশ্রান্ত খিস্তি পাড়ার দাদাদের
মাগীটাকে ছাড়বে না নাকি
শালা এত বড়ো সাহস এম এল কাছে নালিশ করে।
.
আমি হিসেবের বাজারে একলা দাঁড়িয়ে ভাবি
শালা দ্যেশ এগোচ্ছে
আর আমি কেন এত পিছিয়ে আলু ,বেগুন আর টমেটোর হিসেবে
এবার বরং একটু মিঠুন চক্রবর্তী হলে হতো
মিনিমাম সময়ের দাদারা কোমর তো দোলাতো।
No comments:
Post a Comment