Saturday, September 26, 2020

সম্পর্কের ডিকশনারি

 

সম্পর্কের  ডিকশনারি 

.. ঋষি 

.

পৃথিবীর শেষ মুহূর্তে দাঁড়িয়ে 

খুঁজে পাচ্ছি না সম্পর্ক বলে একটা ডিকশানারি,

পুরোনো ডিকশনারিতে আলফাবেটিকলি সাজানো সম্পর্কের মানেগুলো 

আজ নিয়ম আর হিসেবের আড়ালে  কারণ খুঁজছে। 

খুঁজে পাচ্ছি  না তাই আগামী পৃথিবীতে  আমি ছাড়া অন্য কাউকে 

সেখানে তুমি ,তোমরা ,আপনি , আপনারা, ব্রাত্য। 

.

বছরের সতেরোর ছেলেটা রোজ নিয়ম করে তার বাড়িতে দেখে 

এক রাক্ষস ,রাক্ষসীর ঝগড়া ,

তার বাবা ঝগড়া করলে আর মানুষ থাকে না

আদিম মানুষের মতো নিতান্ত ছোট কারণে কামড়াকামড়ি করে। 

সম্পর্ক আর ঝগড়া 

ছেলেটা পালাতে থাকে সম্পর্ক থেকে দূরে। 

.

পৃথিবীটা ক্রমশ কেমন পাথরে হয়ে যাচ্ছে 

পাথর মানুষ ,পাথরের মন ,পাথুরে চাহিদা আর বাঁচার কারণ ,

বছর ষোলোর  মেয়েটা তার বান্ধবীকে দেখে ভালোবেসে রক্তাক্ত হতে 

মেয়েটাও পাথর হয়ে যায় 

ভালোবাসা বলে সত্যি কি কিছু আছে ,সত্যি  ?

বছর আটত্রিশের লোকটা পুরোনো সম্পর্কের ডিকশনারি খুঁজে ভাবতে থাকে 

কোথায় সে দাঁড়িয়ে ?

হঠাৎ হাউমাউ করে কাঁদতে কাঁদতে ছুটতে থাকে নিয়মিত জীবনে 

ক্লান্ত ,শান্ত একটা মানুষ পাথর হয়ে যায় বাঁচার চাকরি করতে করতে। 

.

বছর ছাব্বিশের সদ্য বিবাহিত যুবতী 

ছাদের দড়িতে রাত্রের বাসি ভিজে  শাড়িটা নাড়তে নাড়তে আকাশ দেখে 

ভিতর থেকে দুমড়ে মুচড়ে ওঠে কান্না 

বিয়ে আসলে একটা রূপকথা 

তার কাছে যা আজ ভয়াবহ নিয়ম ছাড়া আর কি ?

.

প্লিজ ঘাবড়াবেন না আপনারা 

প্রতিটা বদলের আগে একটা ঝড় ওঠে 

এই কবিতা আগামী সংবাদ পত্রের হেডলাইন হতে চলেছে 

যেখানে মানুষের সাক্ষাৎকারে বলতে শুনবেন 

আগামী প্রজন্ম বলছে 

ভালোবাসা মাই ফুট 

সম্পর্ক মাই ফুট 

আরে বাবা লিভিং করবো 

চাঁদের মাটিতে একলা দাঁড়িয়ে নিজের ললিপপ  চুষবো

বাচ্চাকাচ্চার কি দরকার মশাই।  

 


 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...