টোটেম
... ঋষি
.
সে সভ্যতায় ঘুম থাকে না
সে সভ্যতায় টোটেম বুকে শুয়ে থাকে একলা নারী।
প্রশ্ন ছিল, আছে,
নারী তোর মরদ কই ?
গৃহস্থের বধু পোয়াতি হলে মুখে তুলে নেয় না অন্ন
শুধু বিষ
আর নপুংশক সময়ের খবর কেউ রাখে না।
.
গভীরতা খুঁজতে গিয়ে পুরুষ নারী বুকে ধাপ কেটে ঢুকছে
হাঁপাচ্ছে তলপেটে মুখ রেখে,
নারী তুমি জিতে গেছো।
নারী তুমি হাসতে হাসতে চালিয়ে দিয়েছো বোবা তীর
সোজা পুরুষ জাতির বুকে
কিন্তু তবু প্রশ্ন ছিল, আছে
নারী তোর বুকে শান্তি কই?
.
যে সভ্যতায় ঘুম থাকে না
সে সভ্যতায় নারী তুমি ভাবছো প্রতিটি সময় আদম বুকে কামুক প্রকৃতি,
সেখানে যে ঈশ্বরও মাথা নিচু করে
সেখানেও সভ্যতাও থেমে যায় তোমার বিশ্বাসের কাছে।
আসলে সময় যখন দুর্বল হয়ে দুর্বলতা খোঁজে
আসলে সময় যখন প্রবল হয়ে সময়ের গভীরে জন্ম খোঁজে,
সেখানেও ঈশ্বর জন্ম হয়
সেখানেও ঈশ্বরও স্বীকার করে নেয় নারী তুমি অসুরদামিনী।
.
কিন্তু সেখানেও কি প্রশ্ন থাকে ঈশ্বরের?
কিন্তু সেখানেও কি আক্রোশ থেকে যায় নারী?
আদম প্রেমিক নয়
শুধুমাত্র স্বার্থপর, কামুক কীট
যে মৃত শবের সাথে চরম কামে লিপ্ত।
.
আসলে সভ্যতা জিততে চেয়েছে ইতিহাস পৌরুষের লোভে
কিন্তু ইতিহাস সাক্ষী পুরুষ জিততে পারে নি
কারণ
নারী চরিত্রে ছলনায় থাকে চাঁদের কলা
আর সেখানেও ঈশ্বরকেও দাঁড়াতে হয় শয়তানের কাঠগড়ায়।
No comments:
Post a Comment