Thursday, September 24, 2020

আমার তুমি

 


আমার তুমি 

... ঋষি 

.

মাঝে মাঝে আগুন লেগে যায় 

পবিত্র সঙ্গমের মতো স্বপ্নে দেখতে পাই  তোমায়,

আজ উত্তরের জানলা খুললে পায় না আর শীতল বাতাস 

ঋতু  বদলায়,

বুকের রক্তে একলা মেশা প্রেম 

শহরের ধুলোয় কালো হয়ে জমে যায় প্রতিটা আত্মহত্যার পর। 

.

মাঝে মাঝে নিজেকে বড়ো অসহায় লাগে 

তোমার বাড়তে থাকা ব্রায়ের মাপে নিজেকে লাগে অপগন্ড ,

অদ্ভুত এক সম্মোহন 

নিরুপায় জীবনের পর্যায় সম্পর্কগুলো টিট ফোর ট্যাট। 

চশমার কাঁচে ধুলো মাখে শহরের ব্যস্ততা 

বাসস্ট্যান্ডে দঁড়িয়ে হঠাৎ একা লাগে। 

.

মাঝে নিজেকে হত্যা করতে ইচ্ছে করে 

আয়নার সামনের দাঁড়িয়ে চেনা মুখটা বড়ো বেশি কীটের মতো ,

মেরুদন্ডহীন একটা সময়ের সাক্ষী। 

তোমার ঠোঁটের লালায় লেগে থাকা আমার তৃষ্ণাটুকু 

অনিয়মের বৃষ্টি হয়ে শুকনো মাটি ভেজায়। 

আসলটা কেউ বুঝতে চায় নি মানুষেৱ বাঁচার জন্য অনেকে থাকে 

কিন্তু মরার জন্য একজনই  থাকে ,

মানুষের সাথে থাকার জন্য চারপাশে হাজারো চোখ 

কিন্তু বুকের ভিতর একজোড়া। 

গূঢ় তত্ব ,আরো গভীর গাছের পাতা 

শিকড়ের মাটি সরে গেলে গাছ দাঁড়াবে কোথায় ,

সবকিছু ব্রাত্য হয়ে যায় 

সবুজ সালোকসংশ্লেষ ,

জীবন অপরাহ্নে নিজেকে বড় অপাংতেয় লাগে 

জানি না এই পৃথিবীটা কজন আছে বুক বাজিয়ে বলতে পারে 

আমার তুমি। 


No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...