কবির মৃত্যুর পর
.... ঋষি
মৃত্যুর সময় শেষবার চোখ খুললেন তিনি
সর্বস্বরে চিৎকার শোনা গেলো সামাজিক নিয়মের কাছে ,
চোখ বুঝলেন
এক ফালি হাসি খেলে গেলো মুখে
মৃত্যু দুঃখ
আজ কবির মৃত্যু হলো তার প্রেমিকার সাথে।
.
কে বুঝলো
কি বুঝলো
ঘর পরিষ্কার গোছা গোছা শব্দদের ফিনাইল ,ঝাঁড়ু মেরে পরিষ্কার করা যাচ্ছে না
কাজের মাসি খিঁচিয়ে উঠলেন
ধুর বাবা আমি কি শব্দ পরিষ্কার করতে পারি।
কবির মৃত্যুর একবছর পর কবি আরেকবার হাসলেন
সামাজিক দেওয়ালে টাঙানো ছবিটা কেঁপে উঠলো
মাটিতে পরে ভেঙে খানখান ,
সময়ের গভীরে কবির অভিমান কবির মৃত্যু বার্ষিকী।
.
কেউ কি মনে রাখে
কেউ কি সত্যি মনে রাখে কাউকে ,
কবির ঘরের খাটের নিচে পুরোনো হলদেটে হয়ে যাওয়া উই ধরা পাতা
শব্দদের আত্মারা জমে আছে কবির হৃৎপিন্ড নিয়ে।
আজ তো বহুদিন হলো
আর কেন
পরিষ্কার করে ফেলে দিক পাগলাটে কবির কবিতার খাতা।
কবিতার প্রেম
কবির প্রেমিকা শব্দদের গভীরে চিৎকার করে বলছে
ওরে তোরা ওকে বাঁচতে দে
ওরে ওর শব্দদের এক পৃথিবী অধিকার ,
ভালোবাসা ও প্রেমে
ওরে মানুষটা কবি ছিল ,ছিল প্রেমিক।
কবি হাসলেন আরেকবার মৃত্যুর ওপারে
তবে সত্যি ছিল প্রেম তাই না চলন্তিকা
তবে সত্যি ছিল শব্দরা
নিশ্চুপ বটে
কবির প্রেম আর তার প্রেমিকা।
No comments:
Post a Comment