Thursday, December 17, 2020

মিথ্যে

 


মিথ্যে 

... ঋষি 


ভাঙতে ভাঙতে একদিন ভেঙে ফেলবো সময়ের ঘরবাড়ি 

গিয়ে দাঁড়াবো একলা কোনো সমুদ্রের ধারে 

পায়ের নিচে বালি 

পায়ের আরও নিচে জল 

হয়তো আকাশের গায়ে মিশে যাওয়াগুলো 

মিথ্যে 

ভীষণ মিথ্যে তখন। 

.

চিৎকার ফুরোচ্ছে না এই শহরে 

শহরের ফুটপাথে দাঁড়িয়ে যখন তখন ভেজা বালি পায়ের নিচে 

মিলেমিশে থাকা মাইলস্টোন ,সাজানো শহর 

অদ্ভুত না 

কেন যেন আমার মনে হয় 

মানুষের বেঁচে থাকাগুলো ভীষণ মিথ্যে 

মিথ্যে ভীষণ। 

.

বুকের ভিতর পাথরের ঘর 

দরজা ,জানলা ,ঢেউ। রান্নাঘর থেকে গৃহস্থালি 

টুকরো টুকরো নাটকের অজস্র চঞ্চল ঢেউ আমার পায়ের পাতা ঢেউ 

আর পায়ের নিচে বালি 

ভিজে বালি ,

তার নিচে জল 

কোলাহল এই শহরে থামে না। 

রাস্তার উপর এসে দাঁড়ায় আমার মতো কেউ 

খালি পা ,খালি গা ,নোংরা পচা ঘা সারা শরীরে 

দুর্গন্ধে ভেসে চোখের বালি ,

এটা কি মৃত্যুপুরী না শ্মশান 

মৃতদেহগুলো ঠিক সম্পর্কের মতো দেখতে,

আর আমার পায়ের নিচে বালি 

পায়ের আরও নিচে জল 

মিথ্যে 

ভীষণ মিথ্যে তখন। 

 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...