রাত কাহন
... ঋষি
ঘুমের ভিতর আমরা এসে দাঁড়ায় মুখোমুখি
রাত গড়ালেই এগিয়ে যায় আমি তোমার পায়ের পাতায় চুমু খেয়ে নদীতে,
স্রোত বাড়তে থাকে গভীরে
আমরা হাঁটতে থাকি সময়ের সাঁকো ধরে
হারিয়ে যায় বারংবার তবু ফিরে আসি
মুখোমুখি দাঁড়ায় পুরনো সাঁকোটায়।
.
ঘুমের আগে, ঘুমের পরে প্রচ্ছন্ন ছায়া
অন্য হাওয়া
জাগতে থাকা পেঁচার চোখ, রাত পাহাড়ায় একে অপরের চোখ
শান্ত নদী, ক্লান্ত ঝড়
বিশ্বাস করো ইচ্ছে হয় তোমার মুখোমুখি থাকি সর্বদা
মুখোমুখি হাঁটতে থাকি।
.
ঘুমের মধ্যে আমি তোমার মুখোমুখি দাঁড়াই
বাইরের জোৎস্ন্যায় একটা পালতোলা নৌকা দে উড়ান
গভীর জলে।
অক্লান্ত রাত, ছায়ার ভিতর তোমার ঠোঁট
অন্ধকার জড়িয়ে যায় চোখের পাতায়
নিস্তব্ধ ছায়া কাহন।
পাখির বুক, পুরনো ডাকঘরের ঠিকানায় কিছুটা অপ্রাপ্তি
একটা পুরনো চিঠি
হলদেটে পাতা।
মুখোমুখি তুমি আমি দাঁড়ায়,
রাতের পাহারাদার সময় বলে দেয়
কিছুই ফুড়িয়ে যায় নি
বাঁচা যে বাকি।
No comments:
Post a Comment