Thursday, December 3, 2020

শুকনো পাতা

 



শুকনো পাতা 

... ঋষি 

.


পাতাগুলো খুলে পড়ছে আমার শীতের শহরে 

বডি ময়েস্টচার মাখা প্রেমগুলো বেশ লোলুপ লাগে এই শহরে ,

সমস্ত আস্তরণের পর 

আমার খড়ি ওঠা পাপের শহরে শুকনো পাতা 

ছড়িয়ে পড়ছে আমার শহরে 

তবু নিয়মিত কর্পোরেশনের গাড়ি পাতা কুড়োচ্ছে হিসেবে করে। 

.

এই শহরে জমির বড় অভাব 

বিশাল মাপের জনমহলে রংচঙে শরীরের গল্পগুলো 

আজকাল ওয়েনবিসিরিজে সস্তার দরে ,

কেন নামছে এই শীতে বিষাক্ততা 

কেন নামছে আমার শেওলা মাখা শরীর বেয়ে অজস্র যন্ত্রনা। 

.

কষ্ট হচ্ছে 

বুকের পাঁজরে জমতে থাকা নিকোটিন প্রেম জানে সে কথা ,

শহরের গল্পে 

শহর লেখাটা সময়ের অভ্যেস 

অথচ আজ অবধি কোনো চিত্রকর হৃদয় আঁকতে পারলো কই 

কই পারলো কোনো কবি কই লিখতে পারলো ভালোবাসি। 

স্রষ্টারা ভালোবেসেছে চিরকাল স্রষ্টির ঘোরে 

প্রতিবারে আরও জোড়ে চিৎকার করে বদলাতে চেয়েছে সময় কে 

তাই তো কেউ ঘর  ছাড়া 

কারোর বা  আবার বুকের উঠে এসেছে বিষাক্ত ট্রামলাইন,

সময় বদলাতে কেউ নাওয়া ,খাওয়া সংসার ছেড়ে পাগল হয়ে গেছে 

অথচ সময় বদলায় নি। 

বদলায় নি স্রষ্টার প্রেম তাই বলে 

এই যে শহরের পথে ছড়ানো শুকনো পাতাগুলো 

আজও তাই  গল্প বলে ঈশ্বরের

আজও তাই সৃষ্টির আদরে ভালোবাসা সবুজ পাতা  ,

শীত আসুক ক্ষতি কি 

ক্ষতি কি ঝড়ে পড়ুক গাছের পাতা সময়ের অছিলায় 

ক্ষতি কি ভালোবাসা শব্দটা হোক আরো যন্ত্রণার 

তবুও তো নতুন পাতা জন্মাবে 

তবুও স্রষ্টার চিৎকারে ,রক্তক্ষরণে ভালোবাসা জন্মাবে 

এই পাথরের শহরে।  


No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...