Saturday, December 5, 2020

সম্পর্ক

সম্পর্ক 
... ঋষি 
ভেজা বাঁশ বেয়ে দু ইঞ্চি ওঠানামা
সম্পর্ক সম্প্রসারিত ব্যাকরনের মতো মুখসুদ্ধি, 
ফিরে আসি বাংলায় 
তোমাকে মা ডাকতে ইচ্ছে করে, ইচ্ছে করে ডাকি আকাশ। 
তোমাকে বাবা ডাকতে ইচ্ছে করে,ইচ্ছে করে ডাকি নিঃশ্বাস বলে
তারপর হঠাৎ নিঃশ্বাস ফুরিয়ে যায় 
মুখোশগুলো খুলে পরে বাসি বিছানায় তোমার অন্তর্বাসের মতো।
শুধু মৃত শব্দের মতো সম্পর্ক পাতা ভরিয়ে যায়
তারপর তুমি একা আমার মতো
দু ইঞ্চি জমিতে মানুষের সম্পর্কগুলো ফরিয়াদি কল্পনায়।

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...