Thursday, December 17, 2020

আর কষ্ট হবে না

 আর কষ্ট হবে না 

... ঋষি 


ক্যাপসুলতা গিলে ফেলতে হবে 

তুমি খাও কি ,না খাও ,সুস্থ তো থাকতে হবে জীবন ,

সার্বিক পর্যায় শরীরের পাশে পরে আছে ওষুধের খালি পাতা ,শিশি ,সিরিঞ্জ 

বাঁচে চাওয়ার নিয়মাবলী 

নিজেকে খারাপ রেখে তোমাকে হাসতে হবে 

হাতে হাত রাখতে হবে বাজারী রাজনীতির মতো। 

.

কি বদলাচ্ছে ,কে হাসছে ?

প্রশ্ন তুলে রাখা ঈশ্বরের বুকে ফুটে থাকা পেরেক 

মাথার উপর কাঁটার মুকুট ,

সবটাই সত্যি 

সবটাই দুঃখের 

তবে কি জানো চলন্তিকা এক বাঁচা যায় না যে। 

.

উড়ে পালানো পাখির মতো 

দূরে দাঁড়ানো তোমার মতো 

খোলা আকাশ 

মুক্তি লিখছি সাদা পাতায় জীবন ছুঁয়ে নামা হৃদয়ের রক্তে 

গভীর আকুতিতে লেখা কয়েক মুহূর্তের মৃত্যু। 

আবারও বাঁচতে চাই 

বারংবার 

আবারো আমি ফিরে আসতে চায় জীবন নামক অশ্লীলতার বিরুদ্ধে 

রুখে দাঁড়িয়ে 

জীবনের বুকে পুঁতে দিতে চায় বাঁচার পেরেক ,

আর রক্তক্ষরণে 

শুধু তুমি থেকো চলন্তিকা 

দেখবে আর কষ্ট হবে না তোমার আমার মৃত্যুতে। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...