Thursday, December 17, 2020

বিবর্ণতা

 বিবর্ণতা 

... ঋষি 


নিজেকে খুলতে পারছি না 

মুক্ত শৈশবের নষ্ট পাতায় জটাধারী সেই ভৈরব 

কালের  হিসেবে ,

কাল লিখতে সময়ের কালিতে আজকাল বিবর্ণ কিছু শুকনো পাতা 

নকল ময়েশ্চার শীতের ক্রিম 

আর  নিউজ ক্রিয়েটেড স্কেণ্ডেল ছাড়া কিছু মনে পড়ছে  না। 

.

অদ্ভুত মুক্তি 

অদ্ভুত যুক্তি 

সময়ের কালের ঘরে অজস্র সেলাই করা ধানের শস্যের খেত 

তবু খিদে মরছে না ,

বেড়ে চলেছে বেওয়ারিশ কিছু সূর্যোদয় মনের ভাজে। 

.

নিজেকে খুলতে পারছি না 

বলতে পারছি আমার একটা ডানা চায় খোলা আকাশের 

বলতে পারছি নির্বুদ্ধি নিজের স্পর্ধাকে ওঠো ,জাগো 

মিটিয়ে ফেলো সর্বশান্ত করা এই সময় ,

ভাতের হাঁড়ি থেকে উথলে উঠছে শোক 

তোমার বুকের পাঁজর থেকে তৈরী করছি পাশা 

ধুর ছাই 

সময়ের পাশা খেলায় সত্যি শুধু জীবন 

বাকি তো সব বিবর্ণতা। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...