Friday, December 25, 2020

মিছিল



মিছিল 
... ঋষি 
একা হতে হতে ভ্যানিস হয়ে যায় মানুষ
সময় কাটে, কেটে চলে যায় ছুরির বুকে মিছিল, 
শেষ হচ্ছে বছর 
বোধহয় এমন করে শেষ হয় সফর। 
সকলে ঈশ্বর  হয় না
কেউ ঈশ্বরের ভেকে অপেক্ষা ছেড়ে যায়, 
সকলে সত্যি হয় না
কেউ পরিশ্রান্ত জীবনের রুমাল হয়ে থাকে। 
মানুষ ভাবে শান্তি, খোঁজেও 
নদীর বুকে জেগে থাকা ব এর  মতো ঘুম চিরকালীন 
নির্বাসিত মিছিল এ সময়, অসময়। 
একার গল্প লিখছি আবার 
ফিনিক্স বলে পাখিটা আগুনখেকো 
আগুন 
ভালোবাসে। 
ফিরে যাচ্ছি ঘুমের দেশে 
আমার এই মৃত্যুতে শোক ছিল না কোনও দিন, 
সান্তা আবার হাসছে 
সময় বদলাচ্ছে দ্রুত মানুষের ভাবনায়। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...