Friday, December 25, 2020

মিছিল



মিছিল 
... ঋষি 
একা হতে হতে ভ্যানিস হয়ে যায় মানুষ
সময় কাটে, কেটে চলে যায় ছুরির বুকে মিছিল, 
শেষ হচ্ছে বছর 
বোধহয় এমন করে শেষ হয় সফর। 
সকলে ঈশ্বর  হয় না
কেউ ঈশ্বরের ভেকে অপেক্ষা ছেড়ে যায়, 
সকলে সত্যি হয় না
কেউ পরিশ্রান্ত জীবনের রুমাল হয়ে থাকে। 
মানুষ ভাবে শান্তি, খোঁজেও 
নদীর বুকে জেগে থাকা ব এর  মতো ঘুম চিরকালীন 
নির্বাসিত মিছিল এ সময়, অসময়। 
একার গল্প লিখছি আবার 
ফিনিক্স বলে পাখিটা আগুনখেকো 
আগুন 
ভালোবাসে। 
ফিরে যাচ্ছি ঘুমের দেশে 
আমার এই মৃত্যুতে শোক ছিল না কোনও দিন, 
সান্তা আবার হাসছে 
সময় বদলাচ্ছে দ্রুত মানুষের ভাবনায়। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...