Wednesday, December 16, 2020

বিষণ্ণ ভালোবাসা

 বিষণ্ণ ভালোবাসা 

... ঋষি 

.

আমাদের ভালোবাসায় ধ্বংস একটা আছে 

আছে জীবন ভূমিকায় হঠাৎ ফুটে ওঠা 

পাঁচ তোলার ফ্ল্যাটের টবে ফুলের মতো বিষন্নতা ,

তোমার কণ্ঠে ছুঁয়ে থাকা দাঁতগুলো 

সাক্ষী থেকে যাবে 

আমাদের ধ্বংসের বিষণ্ণতায় শীতের রোদে ছোপ ফেলে যেমন 

আমাদের ভালোবাসার দাগ তেমনি  ফুটে ওঠে বিষন্নতায় । 

.

সব সত্যি সূর্য, স্নাত আমরা 

অন্তরে হয়তো পুড়ে গেছে নিজস্ব জীবিকায় বেঁচে থাকা খেরো খাতা ,

খুঁজে পাচ্ছি না শহর 

খুঁজে পাচ্ছি না এই শহরের নিঃশ্বাসে তোমার গন্ধ এইমুহূর্তে ,

তাও তো ধ্বংসের দত্তক সাক্ষী আমার শহর  

বিষণ্ণ ভালোবাসা। 

.

আমাদের ভালোবাসার ধ্বংস একটা আছে 

ধ্বংস লেখা হয়ে গেছে সেই মরা নদীর চড়ে সাক্ষী তোমার ছায়ায় 

আর পাওয়ায় 

সতীর বাহান্ন পীঠে লুকোনো যন্ত্রনা ,

তবুও

বাহান্ন পরিপাটি গোছানো আমাদের নিজেদের আলমারি। 

ধ্বংস আমাদের 

অসম্পূর্ণ কবিতার মতো মৃত আত্মায় 

ফুটে ওঠা অসম্পূর্ক খড়ি তোলা শীতের বিকেল 

বিষণ্ণ ভালোবাসায় ।   


No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...