Thursday, December 10, 2020

উপলব্ধি



 উপলব্ধি 

... ঋষি 


বারংবার  মনে পরে তোমায় 

 কখনও কখনো  হঠাৎ মাঝরাতে এসে টোকা দাও

বুকের সাথে বুক ঘষে হেসে ওঠো শৈশবের হাসি 

মনে হয় নিজের সাথে মিশে আছি আমি ,

অস্তিত্ব 

অস্তিত্ব

সত্যি কি কিছু থাকে মানুষের মিশে থাকার পাশে। 

ঠোঁটের ওপরে ঠোঁট 

জেগে উঠি

প্রতিবার 

সঙ্গে আসা হঠাৎ শীতল বাতাস মেরুদন্ড কাঁপিয়ে 

হাইওয়ে দিয়ে ছুটে যে সমস্ত ভারি-ভারি ট্রাক

চোখ জ্বালা করে 

উন্মাদ অন্ধকার ডিজেলের ধোঁয়ার মতো বড় বিষাক্ত করে। 

.

বারংবার মনে পরে তোমায় 

সারা গায়ে মেখে আসো রাত্রি অন্ধকার শরীরের মতো 

তোমার নিঃশ্বাসের সাথে আমি মিশে যায় 

তোমার হৃদপিণ্ডের শব্দে আমি শুনতে পাই 

সময়ের শব্দ 

আমার হৃদপিন্ডে তখন অনবদ্য স্রোত ,

ঠিক যেমন শব্দরা পাগল হলে সাদা পাতায় গড়িয়ে নামে সৃষ্টি 

ঠিক তেমন  নিস্তব্ধে শোনা  অন্ধকারে তোমার পায়ের শব্দ। 

নিশ্বাস ঘন হয় 

আরো গভীরে এসে বাসা বাঁধও পাখির নীড়ে 

কিচির মিচির কিচির মিচির 

ঘুম ভেঙে যায় 

সকাল এসে দাঁড়িয়ে তোমার ঠোঁটের হাসিতে 

জানলা থেকে একফালি রোদ উপলব্ধির ভূমিকায়। 



No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...