Monday, December 7, 2020

অমরত্ব

 


অমরত্ব 

..........ঋষি 

কেউ জড়িয়ে ধরছে এমন নয় 

কেউ জড়িয়ে বাঁচবে এমন ছিল না কোনোদিন ,

প্রথমত আমি শব্দটা অভিশপ্ত 

প্রথমত আমি শব্দটা সর্বদা আমার আমিত্বে ,

আমি জড়িয়ে  রেখেছি তাই আকাশ 

যাতে হঠাৎ বৃষ্টি এলে আত্মহত্যার গান লিখতে পারি। 

.

কেউ বাঁচবে আমার জন্য এমন নয় 

কেউ বাঁচবে শুধু আমাকে ভালোবাসবে বলে এমন নয় 

দ্বিতীয়ত আমি শব্দটা ভীষণ সাধারণ 

দ্বিতীয়টা আমি শব্দটা মোটেও সামাজিক নয় ,

আমি ভালোবেসেছি তাই বিষফল 

আমি ভালোবেসেছি তাই যোগফল জীবন বিয়োগের ঘরে।  

.

কেউ স্পর্শ করবে না আমায় 

কেউ স্পর্শ করুক আমিও চাই না আর ,

তিনটে সময় আমাকে ঘিরে রেখেছে 

তিনটে যুগ  পার করে আমি আজ প্রাচীন কোনো শেওলা মানুষ ,

আমার সাইনবোর্ডে লেখা বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ 

আমার  শরীরে স্পর্শ জলপ্রপাতে একলা সুখ। 

আমার ইচ্ছে ছিল তোমাকে জড়িয়ে একটা যুগ বাঁচবো 

আমার ইচ্ছে ছিল তোমাকে জড়িয়ে থেকে  যাবো কফিনের ভিতর,

আমি সময় পাস করি নি তাই 

আমি তোমার ব্লাউজে ঢেলে দিতে পারবো না সেক্সপিয়ার কিংবা ট্রেজেডি ,

আমি সময় লিখতে পারি 

আমি মরে যেতে পারি 

শুধু একবার 

শুধু একবার আমায় স্পর্শ করো

তবে বিয়োগের ঘরে আমি যোগফল লিখে অমরত্ব পাবো।  

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...