পাগলামির রং মুছে দাঁড়িয়ে আছি
হাতের গোপনে ধরা নিজের হৃদপিন্ড থেকে বিন্দু বিন্দু রক্ত ,
GRETEST FUN IN THE WORLD ।
নিয়মিত তিলে তিলে ক্ষয়ে চলা বিষয়বস্তু
সর্বদা রং লাগা ঠোঁট
নাকের উপর লাল রঙের বল।
.
ঈশ্বর বদলাচ্ছে না
পরাজিত ঈশ্বর রং আর ভোল বদলে আজ জোকারের ভূমিকায় ,
আমি টেনে নিয়ে চলেছি নিজের মৃতদেহ
একি পরিহাস ,
ঈশ্বর পারে নিজের লাশ বইতে
আমি যে মানুষ হতে চেয়েছিলাম।
.
পাগলামির রং মুছে গোধূলিতে দাঁড়িয়ে ছেলেটা
মাথায় কোঁকড়ানো চুল ,বুকের ভিতর চলন্তিকা জলতরঙ্গ,
নির্বাক স্থির মুখগুলো সম্পর্কের মতো মাছের কাঁটা,
আমি বিড়াল হতে পারবো না
আমি মানুষ হতে পারবো না
আমি স্বাভাবিক হতে পারছি না
পারছি না জেরুজালেম কুড়িয়ে লিখে দিতে পবিত্র ঈশ্বর।
শুধু পারি হতে ঈশ্বররূপী জোকার নিজের ভূমিকায়
পারি হতে সমান্তরাল সময়ে পরে থাকা সার্কাসে তাঁবুর পরিত্যক্ত চিন্হ।
মাটি ভেজে না এখন
শুধু আগুন বুকে ভাবনারা কবিতার রক্তক্ষরণে জোকার
না হাসছে
না কাঁদছে
ভুমিকাটা একই কম্পাসের দিকচিহ্নে
ঈশ্বররূপী জোকার।
No comments:
Post a Comment