Friday, December 11, 2020

আগুন জ্বালো

আগুন জ্বালো
.. ঋষি 

আগুন জ্বালো, আগুন জ্বালো
দেওয়ালে হেলান দিয়ে ভাবো যা হাত দিয়ে বেড়িয়ে গেলো
পাখি ফুরূৎ, 
ভাবো আগামী, ভাবো ব্যাধি 
এই বয়সে কি আর বিয়ের গায়ে হলুদ মানায় 
নাকি সিস্যানাল ভারতবর্ষের চাদড়ে দুঃখ আঁকতে। 
.
চলন্তিকা তুমি বিরক্ত হচ্ছো 
তোমার বিভাজনে লুকোনো তিলটা আমার ভারতবর্ষ,
তোমার মুখের হাসি বলে দিচ্ছে
সুর্যের আগুনে নিজেকে পোড়ানো যায় না,
শুধু সেঁকা যায় জীবন 
অথচ সত্যি বলে সত্যি কিছু হয় না। 
.
কি মশাই ভারতবর্ষ হলো? 
কৃষি বিপ্লব, চাঁদের হাট, খালি পেট, খালি আগুন আগুন, 
মানুষের পকেটে বিরহ 
মানুষের চটিতে ক্ষয়ে চলা জীবন 
মানুষের ভাবনায় অন্যের নারী অনন্যা 
ইশ, উফ, যদি আর কি ফিরে পাওয়া যেত জীবন।
জানেন মশাই হয় না
এই ভারতবর্ষের মানুষগুলো নিজেদের সভ্যতায় দাঁড়িয়ে পুড়ছে
পুড়ে চলেছে  আদি অনন্ত হিসেবের দুনিয়ায় নিউমারিক ডিজিটগুলো 
আপনি, আমি সাক্ষী 
আকাশের চাঁদের খিদে থাকতে পারে 
কিন্তু চাঁদ কখনো মাটিতে আসে না। 
ভারতবর্ষের আগুন সবার বুকে পুড়ছে, সবাই আগুন চাইছে
কিন্তু জানেন মশাই কেউ জ্বালছে না 
কারণ 
আগুনে বুক পোড়ে আপন পাওয়ায় 
অথচ চলন্তিকা জানো সত্যিটা হলো আগুনে জ্বালানো সহজ 
নেভানো নিরংকুশ ভুমিকায়
দাগ থেকে যায়। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...