Sunday, December 13, 2020

হাওয়া বদল



 হাওয়া বদল 

... ঋষি 

.

দশ বিশ হাত দূরে একটা মৃতদেহ শুয়ে আছে 


প্রয়োজন জীবন ও কবিতা ,


সব পথ শেষ হয়ে গেলে সমস্ত সংকীর্ণতায় অজস্র চিৎকার 


শুয়ে থাকা সবুজ মাঠের ঘ্রান 


মাঠের শিশির 


শান্ত হও চলন্তিকা। 


.


আখরোটে লেগে থাকা বাউলের ঠোঁট 


নিভে যাওয়া গানেরা আজ সাত সমুদ্রের গভীর জলের মাঝি ,


লণ্ঠনের আলো 


কলংকরা ক্রমশ দূষিত করছে আমায় ,


প্রতিদিন তোমার  মৃত্যুর পর আরো জোরে দীর্ঘশ্বাস 


চলন্তিকা পথ চলা বাকি। 


.




দশ বিশ হাত দূরে আমার মৃতদেহ শুয়ে 


যার কাছে আজ সম্পর্ক জীবন আর জীবিতের মাঝে শুধু তফাৎ


পাশ বয়ে চলা আমার শহর 


আমার কবিতা 


নির্ভীক মানুষের আত্মায় লিখে চলা সময় ,


সময় বদলায় 


বদলায় মানুষ 


চারকোলের পৃথিবী থেকে গ্রাফাইট অবধি দিন বদল 


কাঁচা মাংস থেকে খুবলে খাওয়া মাংস সময়  বদল 


জীবন আরও দরিদ্র আজ 


গভীরে 


হাওয়া বদল। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...