Sunday, December 13, 2020

হাওয়া বদল



 হাওয়া বদল 

... ঋষি 

.

দশ বিশ হাত দূরে একটা মৃতদেহ শুয়ে আছে 


প্রয়োজন জীবন ও কবিতা ,


সব পথ শেষ হয়ে গেলে সমস্ত সংকীর্ণতায় অজস্র চিৎকার 


শুয়ে থাকা সবুজ মাঠের ঘ্রান 


মাঠের শিশির 


শান্ত হও চলন্তিকা। 


.


আখরোটে লেগে থাকা বাউলের ঠোঁট 


নিভে যাওয়া গানেরা আজ সাত সমুদ্রের গভীর জলের মাঝি ,


লণ্ঠনের আলো 


কলংকরা ক্রমশ দূষিত করছে আমায় ,


প্রতিদিন তোমার  মৃত্যুর পর আরো জোরে দীর্ঘশ্বাস 


চলন্তিকা পথ চলা বাকি। 


.




দশ বিশ হাত দূরে আমার মৃতদেহ শুয়ে 


যার কাছে আজ সম্পর্ক জীবন আর জীবিতের মাঝে শুধু তফাৎ


পাশ বয়ে চলা আমার শহর 


আমার কবিতা 


নির্ভীক মানুষের আত্মায় লিখে চলা সময় ,


সময় বদলায় 


বদলায় মানুষ 


চারকোলের পৃথিবী থেকে গ্রাফাইট অবধি দিন বদল 


কাঁচা মাংস থেকে খুবলে খাওয়া মাংস সময়  বদল 


জীবন আরও দরিদ্র আজ 


গভীরে 


হাওয়া বদল। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...