Tuesday, December 22, 2020

হ্যামিলনের বাঁশিওয়ালা



 হ্যামিলনের বাঁশিওয়ালা

... ঋষি 


মাটির গভীরে চিৎকার থেকে কেমন শীতলতা 

অতীত থেকে বাজতে থাকা হ্যামিলনের বাঁশিওয়ালা 

চিৎকার ঘুমহীন ,চিৎকার জলহীন 

চিৎকার ধর্মহীন ,চিৎকার ঈশ্বরহীন।

পবিত্র আত্মার কাছে মিলিত হয়ে যায় অনন্ত জলের তলায় জীবন 

ঈশ্বর বোধহীন হিটলার আমার শহরের পথে ঘাটে । 

.

শুভেচ্ছা ঈশ্বর 

তুমি তো সহজপাঠ পড়ো নি 

সহজপথে তোমার বাসি পুরনো সংলাপ আজ সময়ে  বেমানান ,

বেমানান ফকিরের কালো পোশাক   

বেমানা তোমার ধর্মের চোখ ,বর্মের চোখ 

শুধু শব্দে পেট ভরে না 

আজকের সময়ে তুমি বড় অপাঙতেয়। 

.

বিশ্বাস কখনো বদলায় নি মানুষের 

ধর্মের জোরে ,বর্মের জোরে সময়ের ঈশ্বর হরণ করে চলেছে স্বাধীনতা ,

ঠিক ধরেছেন মশাই

 আমি সময় থেকে বলছি 

বুকে পেরেক লাগানো জেরুজালেমে আজ রক্তক্ষরণ 

কবিতার পাতায় দু এক ফোঁটা রক্ত কখন যেন শ্মশান করে দেয় এই শহর,

এই শহরে লুকোনো মন্বন্তর ,৭০ এর দশক ,দেশ বিভাজন 

হৃৎপিন্ড ছিঁড়ে যায় ,

আমি ঈশ্বরের দিকে তাকাই 

তাকাই মানুষের দিকে 

দেখি মানুষের চোখে অবলা পশুর চোখ 

আমি ঈশ্বরের দিকে তাকাই 

তাকাই নিজের দিকে 

দেখি গভীরে  হ্যামিলনের বাঁশিওয়ালা সুর বুনছে। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...