দিন বদল
.. ঋষি
স্বপ্ন আঁকছি
চারকোলের কালিতে একটা জীবন স্তবিরতায়
ভারতবর্ষ আঁকতে পারলাম কই ,
ভারতবর্ষের সারা শরীর জুড়ে শুক্রাণু
মিনি ওয়াকে হেঁটে চলেছে সকাল থেকে সন্ধ্যে
আমরা প্রগতির দিকে।
.
আপনি মশাই ,আপনাকে বলছি
গ্রন্থ কীটের মতো ন্যাশনাল লাইব্রেরী না চটকে রাস্তায় দাঁড়ান,
না কোনো প্রতিবাদ না
একবার তাকিয়ে থাকুন পথের ধুলোয় খুঁজে পাবেন না সত্তরের রক্ত
দয়া আর দোয়ায় এখন শুধু কলিঙ্গ
চোখে তাই লেগে আছে সময়ের কালি।
.
হাসবেন না দয়া করে
দয়া শব্দটা সভ্যতার ডিকশনারিতে প্রাগৈতিহাসিক পাথর সব ,
পাথর বাঁধছে বুকে
শুক্লপক্ষ থেকে শুক্রাণু
না না। নারী কোমলতার কথা বলি নি ,
বলেছি রাস্তায় দাঁড়ানো প্রগতি পাড়ার প্রগতি ময়দানে ফুটবল খেলে
আর আমি নেশার চোখে দেখে বদলানো অন্ধকার।
No comments:
Post a Comment