Monday, December 21, 2020

ইতিহাস

 


ইতিহাস 

... ঋষি 

চলন্তি ইতিহাসের উপর দাঁড়িয়ে ইতিহাস ব্রাত্য 

সময়ের বোমায় লেগে শুধু গণতান্ত্রিক বারুদ আর জনগণ।  

আঘাত ছিঁড়তে পারছি না চলন্তিকা 

মেঘে বৃষ্টিতে আজ শূন্য আজ ভাতের আটত্রিশটা হাঁড়ি। 

চন্দ্রবিন্দু ধরে পথ চলি 

বিন্দুগুলো অসম পদ্ধতিতে জুড়লে জীবন তৈরী হয় 

আবার হয় না শান্তি। 

নির্বাক মানুষের মতো খালি পকেট আর ফুটপাথ 

তাই বলে হাতের কাজের সীমানায় দাঁড়ায় অবাঞ্চিত সন্তানরা। 

কি প্রাপ্য আর কতটা 

মাকে প্রশ্ন করলে ক্ষীণ স্বর শুনি সামাজিক রীতি 

আমি ব্রাত্য তাই। 

মেইল ফলকে দাঁড়িয়ে কবিদের ছুঁতে চাই 

অথচ কবিদের হাতে আজকাল কামের বেহালা 

রক্ত কি কবি 

আর যন্ত্রনা ?

নিয়ন্ত্রিত জীবন তবুও তাকাতে ভুলি না তোমার দিকে 

জীবিত অথবা মৃত ইতিহাস চিৎকাল ফারাওতে বাঁচে।                   

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...