Saturday, July 31, 2021

কলম্বাস



কলম্বাস
.. ঋষি 
এই শহরে শুধুমাত্র কয়েশো মাটির চায়ের ভাঁড়ে বাড়ি বানানো যায় 
এই শহরে বাতি নিভে গেলে তোমার ভাবনায় পালিয়ে যাওয়া যায় 
ঘন্টার পর ঘন্টা একলা দাঁড়ানো যায় ব্যাস্ত দিনে একলা ফুটপাথে 
এই সব করার জন্য কোন অধিকার দরকার নেই 
দরকার নেই বারকোডে থাকা প্রবেশ অধিকার
কিংবা ফিংগার ইমপ্রেশনের। 
.
শুধুমাত্র শিশির মাখা খালি পায়ে 
হঠাৎ ধোপদুরস্থ কর্পোরেট ছেড়ে তোমায় নিয়ে দূরে পালানো যায়, 
কোন আই কার্ড, কোন এ টি এম কার্ড দরকার কি? 
শুধু ইচ্ছার পোষাক পরে যখনতখন আমরা কবিতা লিখতে পারি
লিখতে পারি নিজেদের 
এর থেকে বেশি জীবন কি চায়? 
.
গনতান্ত্রিক সভ্যতায় তোমার হলুদ পাড়ের শাড়ি 
আমার বোতাম খোলা পাঞ্জাবীতে কয়েজশো ডেসিবেলের শব্দ
নিশ্চিত চোখ বন্ধ করে তখন আকাশের পাখি 
আমি তো উড়তে পারি 
তোমার বারান্দায়,তোমার রান্নাঘরে, তোমার গানের খাতায় 
তুমিও তো আটকে রাখো বুকের খাঁচায় এক আকাশ ইচ্ছায়। 
জানি এই কবিতায় একটা আলাপের সুর
জানি এই কবিতায় একটা পাগলামী
জানি তবু একা লাগে
হঠাৎ কোন বৃষ্টি দিনে তোমার কলম্বাসের স্পর্শে। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...