Friday, October 14, 2022

স্বাগতম

 স্বাগতম 

... ঋষি 

তোমার অস্তিত্বতে তোমাকে স্বাগতম 

তোমার তুমিতে তোমাকে স্বাগতম 

বড্ড ভুল হয়ে গেছে 

সমস্ত পৃথিবী জুড়ে যে গাছটা ছায়া দেয় 

সমস্ত অস্তিত্ব জুড়ে যে গাছটা ফল দেয় 

তাকে কাটতে চাওয়ার। 

.

তোমার পৃথিবীতে তোমাকে স্বাগতম 

তোমার ঘড়ির কাঁটাতে তোমার বাঁচাকে স্বাগতম 

বড্ড ভুল হয়ে গেছে 

পৃথিবীতে বাঁচার জন্য বায়ুশূন্য জায়গা দরকার 

অথচ আমিও সবার মতো বুঝেছি 

দূরত্ব শুধু নিয়ম মাত্র। 

.

তোমার প্রতিটা অভিযোগকে স্বাগতম

তোমার প্রতিটা কটূক্তি যা তীরের থেকেও ধারালো ,তাকে স্বাগতম 

স্বাগতম তোমার নতুন জন্মকে 

বড্ড ভুল হয়ে গেছে  

গতজন্মের হয়ে যাওয়া কিছু পাপ ,কিছু অধিকার 

আজ শুধু বিচলিত করে  

কষ্ট হয় ভাবতে 

তোমার প্রতিটি  স্বাগতমে তুমিই  ছিলে শুধু

আমি ছিলাম বটে একপাশে 

কিন্তু তোমার থাকাতে তুমি আমার ছিলাম না কোনদিন।  

 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...