Sunday, October 16, 2022

তারপর


 তারপর 

... ঋষি 

 

বাতাসের থেকে হালকা একটা মুক্তি নিয়ে 

থ্রি চিয়ার্স ফর লাইফ ,

মশগুল একটা বিকেলের কবিতায় আমি মুক্তির থেকেও হালকা যখন 

তুমি তখন সময় চটকে কিছুটা ভালো থাকতে চাইছো ,

আমি অবাক হচ্ছি না মোটেও 

শুধু আজকাল ছোটবেলার ছাদ থেকে লাফ মারতে ইচ্ছে হয় 

যদি ভাসতে পারি পাখির খসা পালকের জীবনে  

যদি হাসতে পারি আগের মতো এমন এক নষ্ট অধিকার ছাড়া 

যদি চিৎকার করে তুমুল চুমুকে বলতে পারি 

থ্রি চিয়ার্স ফর লাইফ ,

তারপর। .....

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...