Friday, October 14, 2022

ফিরে আসতে হয়

 ফিরে আসতে হয় 

... ঋষি 


এবং বেশ খানিকটা এগিয়ে দিয়ে তোমায়  ফিরে আসতে হয় 

নিয়মিত ইন্টারভেলে  নিয়ম করে আমাকে দাঁড়াতে হয় ,

তারপর কিছুক্ষন ভীমসেন জোশি ,নীরেন্দ্রনাথ কিংবা শঙ্খ ঘোষ 

তোমার নাটকের স্ক্রিপ্ট ,তোমার সংসারের ছায়াপথ 

তারপর আর কথা থাকে না 

নিয়ম করে রোজ ফিরে আসতে হয়। 

.

হিসেবে মাফিক ,নিয়ম মাফিক ,ঘোড়ার আড়াই দান 

রাজা চেকমেট ,সব ঠিক আছে ,

এরপর মাঝরাত অবধি ঝড়ের বেগে মেসেজ চালাচালি

রিঙটোনের গলা টিপে, ফিরে যাওয়া ভাইব্রেট মোডে

 মানুষের কোলাহল , ফাঁকা গলির নির্জনতা অবধি হাত ধরে অবাধ যাতায়াত

তারপর ফিরে আসতে হয় ঠিক 

নিয়ম মাফিক। 

.

কোন কবির লেখা কবিতা অসাধারণ ,কোন কবি বড়ো নারীভিত্তিক লেখে 

কোন মোমোর দোকানে স্যুপটা ভালো বানায়

কার শরীরের কোন জায়গায় ছায়াপথের মতো লেগে রয়েছে জন্মদাগ

ক্যাফে-ট্যাফে হলেও, বাকি দিন ফুটপাতের চা-বিস্কুট

জানি সবটাই এমনি হয় 

তবুও প্রতিদিন নিয়ম মাফিক ফিরে আসতে হয়। 

ধীরে ধীরে, একটা যোগাযোগ, অনেকটা অধিকার অভিশাপগ্রস্ত গাছ যেন 

 কখন নীরবে আকাশ ছাড়িয়ে যায় , 

বেশ খানিকটা জীবন চুপ করে কাটিয়ে দেওয়ার পর

ভালোবাসি আর বলা হয় না 

শুধু দেখা হয় প্ল্যানমাফিক,নিয়ম মাফিক

প্রতিদিনকার বাড়ি ফেরার রাস্তায় পৃথিবীর সব অন্ধকার যেন এসে হাজির হয় প্রতিবার নিয়ম মাফিক তবু  ফিরে আসতে হয়।

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...