..ঋষি
.
মশাই ব্রা ছিল?
জানেন না ব্রায়ের সাইজ, ২৪,৩৬,৩৮,
মশাই স্বপ্ন আদর্শে আপনি বুনে ফেলেছেন রঙিন স্বপ্ন
গসিপ হলো
বাজারে খবর এলো পুরুষ মানুষ ব্রায়ের অধীন
কারন আপনার চোখটা ব্রায়ের দিকে ছিল।
.
আমি মানুষ হয়ে ভাবি নি কখনো
ব্রা কে আবিষ্কার করেছে?
মেয়ে মানুষ কেনই ব্রা পড়ে?
শুধু এটা বুঝি একটা আকাশের চাঁদ সকালের আড়ালে ঢাকা পড়ে,
কারন অন্ধকারের চোখ সন্ধ্যের দিকে থাকলেও
চাঁদ ওঠে, জ্যোৎস্না কথা বলে।
.
এ সব বাদ দিন মশাই,
আপনাকে প্রশ্ন করি আপনি ডিক্সিকোলজির মানে জানেন?
আচ্ছা বাদ দিন
বলুন তো ব্রা শব্দটা কোথা থেকে এসেছে?
শুনেছি ফরাসী ভাষায় ব্রাসাস বলে একটা শব্দ আছে,
আচ্ছা আপনার এসব জেনে লাভ নেই
তবে এটা জেনে কি লাভ ভদ্রমহিলা ব্রা পরলো কি পরলো না?
ও আচ্ছা,
আপনি পুরুষালি গেঞ্জিতে কমফর্টেবল নন,
বুঝতে পারছি না মশাই
পুরুষ কি নারীর ব্রার খবর রাখে
আর পুরুষের কাছে নারী মানে কি শুধু শরীর,
মশাই সম্পর্ক শব্দটার মানে নিয়ে একটু পড়াশুনা করুন প্লিস
নাহলে ব্রা শব্দটার মানে জানা এসেনসিয়াল হয়ে যাবে।
No comments:
Post a Comment