Tuesday, October 11, 2022

অন্ধকার শহর

 অন্ধকার শহর 

... ঋষি 


if you think you are not enough to live alone 

if you think you are not enough to live togather 

then this city is change as a darkhole 

and you are a black ship in a dark ocean  

.

সত্যি হলো 

এই শহর হলো সম্পর্কের শহর 

এই শহর হলো ভালোবাসার শহর 

এই শহরে মানুষ জাগে কম 

এই শহর হলো মানুষকে ঘুম পাড়িয়ে রাখার শহর.

.

ঠিক এইখান থেকে কথা গুলো শুরু করবো 

ঠিক এইখান থেকে তোমার দিকে তাকিয়ে বলবো ভালোবাসি,

ভালোবাসি একটা বৃত্তের  উপর পরিধিতে একটা বিন্দু 

ক্রমশ শেষ না হওয়া পথ ,

ক্রমশ আরো বুকের গভীরে প্ৰাচীন যোগাযোগ 

ঠিক এইখান থেকে অপেক্ষাদের  শুরু আর শেষ

যত পথ তত মত । 

.

 ঠিক এইখান দিয়ে বলতে চাই তোমার দরজার ঘর 

ঠিক এইখান দিয়ে বলতে চাই তোমার ফেলে আসা শহর 

ঠিক এইখান দিয়ে তোমার ভাঙা প্রতিশ্রুতি

ঠিক এইখান দিয়ে কারণ আর সমবেদনা মানুষের প্রতি। 

 ঠিক এইখান দিয়ে তোমার দিকে তাকাই  

ঠিক এইখান দিয়ে বারুদ ঘষি হৃদয়ে, আগুন জ্বালাই

ঠিক এইখান দিয়ে ভালো আছি  ভাবতে ইচ্ছে হয় 

ঠিক এইখান দিয়ে তোমার কাছে নিজেকে পোড়াই। 

.

এই শহর হলো দহনের শহর 

এই শহর হলো স্বার্থপর কিছু কারণের শহর 

এই শহরে মানুষ বাঁচে কম 

এই শহর হলো অপেক্ষার আলো আর ক্রমশ অন্ধকারের শহর। 


 


No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...