জতুগৃহ
.. ঋষি
নান্দনিক কিছুই না
জীবন মানে নেশার পাত্রে জড়িয়ে থাকা গা গরম
সব পবিত্র হয়ে যায় কান্নায় ডুবোনো মুহুর্তে
সব মেনে নেওয়া যায় আগুন পাত্রে ছেটানো ঘিতে
দাউ দাউ আগুন জতুগৃহে পরিবর্তিত
নির্লিপ্ততার কোন দেশ থাকে না কখনও।
.
অসমাপ্ত একটা জীবন
তবু দিনলিপিতে অসংখ্য অসঙ্গতি,
চলন্তিকা আছে, আছে আমার হাজারো কবিতা লেখা বাকি
এখনও হাজারো মুহুর্ত, উপন্যাসের খোলা পাতা
এখনও সময়ের চরিত্ররা আগুনের গর্ভে জন্ম ব্যাকুল
অথচ অসমাপ্ত খোলা পাতায় জীবন লেখা বাকি।
.
কি লিখছি?
কেন লিখছি?
বুকের কাছে জমা হয়ে আছে খালি নেশার পাত্র
সময়ের গভীরে শুয়ে আছে সম্পর্কের মুখোশ,
আমি জানি ভালো থাকতে চাওয়াটা একটা আর্ট
আর ভালোবাসতে চাওয়াটা কিছু কারণ,
তবু পরিনতির মুখোশে সময়ে দাঁড়িয়ে মুখ ভেংচায়
মানুষ বাঁচতে চায়
কানধরে উঠবোস করব অতীতের ভুল
কিছু বদলায় না
মানুষের ভালো থাকা হয় না
নেশার খালি পাত্র বাঁচার তাগিদে গড়াগড়ি যায়।
No comments:
Post a Comment