বলিকাঠ
... ঋষি
আচ্ছা ভালোবাসা কি মানুষের জন্য ?
প্রশ্নটা মনে করেই বাথরুমে ঢুকতে হয়
সাবান মেখে চান করতে হয় , দাঁড়ি কামাতে হয়
নিপুন ভাবে ,নিপুন সাজে পোশাকের আড়ালে ক্ষতগুলো ঢেকে
কোনোমতে মুখে পুড়ে দৌড়।
.
এ যেন এক অদ্ভুত ব্যাপার
সামনে বলিকাঠ ,পা দুটো চেপে ধরে মুখ গুঁজে দাও জয়মা বলে
রক্তজবা মায়ের চোখ আরো লাল হোক ,
মায়ের কথা ভাবিনি অনেকদিন ,ভাবিনি নিজের কথা
শুধু ভালোবাসা ,শুধু ভালোথাকা
এই কি বেঁচে থাকা ?
.
প্রেমিকার চোখের ভাষা পড়েছি বহু
তবু দেখিনি কখনো মায়ের চোখের কোনে কালি ,
দিন ফুরিয়ে বৌয়ের কোলে তুলে দিয়েছি হাজারো সংবাদ
কিন্তু সত্যি সংবাদে উঠে এসেছে
আমি ভালো নেই।
তারপর সময়ে বলি কাঠে মাথা
ছুটে এসেছে ঝলকে এক হাজারো রক্ত আমার পাঞ্জাবিতে ,
রক্ত ভেজা পাঞ্জাবী মানুষ দেখতে পারে
কিন্তু দেখতে চায় না ভালোবাসার মৃত্যু
আমি দুটোই দেখেছি
তাই বাড়ি ফিরি ক্লান্ত দরজা ঠেলে সব বুঝে
তবু বলি ভালোবাসা মানে বলিকাঠ নয়।
No comments:
Post a Comment