Friday, October 14, 2022

ভালো আছি

 


ভালো আছি 

... ঋষি 


অনেক কথা লেখার ছিল তোমায় নিয়ে 

খাতার উপর বৃষ্টি এলো ঝমঝমিয়ে ,

অনেক কাছে যাওয়ার ছিল একলা দিনে 

কথাটা ঘরে মেঘ করেছে ঘুম জমিয়ে ,

সবকিছু কি কাব্য লেখা এতই সহজ 

তাই মনখারাপের ঘর ছেড়েছি বৃষ্টি নিয়ে।  

.

ঠিক এইভাবে পিছন ফেরা যায় না 

ঠিক এই ভাবে সময় করে ইচ্ছেমতো তোমায় পাওয়া হয় না ,

বৃষ্টি হয় ,ঝড় ,তুফান সব মনের ঘরে 

তবু ঠিক এইভাবে অন্ধকার ভাবনায় ভালো থাকা যায় না 

সত্যি কিংবা মিথ্যা সব যেন এক রকমফের 

দোষরোপের ডাইরি খুলে সত্যি আর জীবন লেখা যায় না। 

.

ফিরে আসি মনের ঘরে 

তোমার শাড়ির আঁচল ,একলা গিঁটে আমিও আছি  

জানি এইভাবে সাথে থাকা যায় না 

তবু বেঁচে  আছি কারণ এখন আমি একলা আছি। 

ভালো থাকাটা নিজের কাছে একটা আর্ট 

ভালো থাকাটা আসলে নিজের কাছে নিজের একটা জিত 

মানুষ বোঝে তবুও বোঝে না 

ভালো থাকতে গেলে একলা থাকাটাকে মেনে নিতে হয় ,

মেনে নিতে হয় সময়ের আগে ঘটে যাওয়া কারণগুলো 

মেনে নিতে হয় নিজের ভিতর একলা সেই বৃষ্টি গুলো 

বৃষ্টিতে একলা ভিজতে হয় 

ভালো থাকি বলতে নিজেকে আরেকটু মরতে হয়,

মারতে শিখতে হয় চাওয়াগুলো 

আর একলা জানলায় বৃষ্টি দেখতে দেখতে ভাবতে হয় 

ভালো আছি 

কারণ ভালোথাকাগুলোকে লুকিয়ে ভালো থাকতে হয় ।

.

every moment  when you feel some one wating for you 

you will lose your life 

every moment when you dream you are live alone 

you will die cause you  dont have any reason to breath .

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...