দুর্গন্ধ মাখানো শরীর
... ঋষি
দিন যত পেরোচ্ছে, আবার আগের মতো হয়ে উঠছো তুমি
সকালের রৌদ্রের মতো ঝকমকে ,
ড্রইং খাতায় সদ্য আঁকা কিশোরী ,
জানি তুমি লক্ষী মেয়ে ছিলে না কোনোদিনই
জানি অলক্ষীতেই বিশ্বাসী
জানি তোমার কাছে মাটির মূর্তিগুলো ইউসলেস রিশন টু লাফ
কিন্তু তোমার বদলানোগুলো ভালো চোখে দেখছে না কেউ।
.
তুমি হয়তো টের পাচ্ছো না
হয়তো ইগনোর করছো
কিন্তু তুমি একদিন যে দরজাগুলো দিয়ে খালি হাতে ফিরে এসেছিলে
তাদের পাঠাচ্ছো বেঁচে থাকার চিঠি ,
ইদানিং তোমার চোখের দিকে তাকালে আজ বহু মানুষের চোখ নেমে যায়
আজ তুমি নিজের লড়াইটা একলা লড়তে শিখে গেছো।
.
তোমার সারা শরীর জুড়ে ট্যাটু
তোমার হাতে ওয়াইনের গ্লাস অনেকটা লেসভেগার্সের মতো মানায়
তোমার আঙুলে আজকাল জ্বলন্ত সিগারেট যেন দুরন্ত গতি
তোমার চোখে এই বয়সে আজও নতুন জন্মের অভ্যাস
সবটাই কেমন অদ্ভুত রকম চেঞ্জ।
যে মেয়েটা এক সময় বাঁচার জন্য ,ভালো থাকার জন্য নিজের স্বামীতে নির্ভরশীল
ছিল
আজ তার উপর নির্ভরশীল হাজারো পুরুষ তাকে ভালোবাসতে চায় ,
যে মেয়েটা আজ থেকে বছর দুই আগেও ভালোবাসতে চোখের জল ফেলতো
সে আজ খুব অবহেলে ভালোবাসার সাথে ডিল করে বাঁচার ,
সময় বদলায় জানি
কিন্তু আমি জানি তোমাকে আর বোকা বানানো সম্ভব নয়
তুমি তোমার পায়ের হিলে আজ টিপে রাখার ভালোবাসার গলা
কারণ তুমি জেনে গেছো ভালোবাসা একটা মরীচিকা
আর তুমি একটা দুর্গন্ধ মাখানো মৃত শরীর ভালোবাসার।
No comments:
Post a Comment